ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপসায় ১ কোটি ২৮ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
রূপসায় ১ কোটি ২৮ লাখ টাকার চিংড়ি পোনা জব্দ জব্দকৃত চিংড়ি পোনা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: রূপসায় ৬৪ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। যার দাম আনুমানিক ১ কোটি ২৮ লাখ টাকা।

মঙ্গলবার (১৪ আগস্ট) ভোরে রূপসা উপজেলার অন্তর্গত খান জাহান আলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ পোনা জব্দ করা হয়।  

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খান জাহান আলী ব্রিজ থেকে ৬৪ লাখ পিস চিংড়ি পোনা জব্দ করা হয়।

রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা সরকার জুলফকর আলীর  উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি পোনা গুলো রূপসা নদীতে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।