ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আট বছরে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
আট বছরে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ সম্মেলন কক্ষে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ছবি: বাংলানিউজ

ঢাকা: আট বছরে বাংলাদেশে তামাকের ব্যবহার আট শতাংশ কমেছে। ২০১৭ সাল শেষে দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩ শতাংশে। ২০০৯ সালে যা পরিমাণ ছিলো ৪৩ দশমিক ৩ শতাংশ। হিসাব অনুযায়ী আট বছরে দেশে তামাকের ব্যবহার কমেছে ৮ শতাংশ।

মঙ্গলবার (১৪ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের (গ্যাটস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ধোঁয়াবিহীন ও ধোঁয়াযুক্ত তামাক ব্যবহারীদের মধ্যে ১৫ বছর থেকে তার বেশি বয়সী ৩ কোটি ৭৮ লাখ মানুষ রয়েছে।

এদের মধ্যে ৪৬ শতাংশ পুরুষ, ২৫ দশমিক ২ শতাংশ নারী। এছাড়া বাড়িতে ৩৯ শতাংশ, কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ, গণপরিবহনে ২৩ দশমিক ৪ শতাংশ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ দশমিক ৭ শতাংশ মানুষ পরোক্ষভাবে ধুমপানের শিকার হয়।

টোব্যাকো অ্যাটলাস ২০১৮ প্রতিবেদন বলা হয়েছে, তামাক ব্যবহারজনিত রোগ বছরে ১ লাখ ৬১ হাজার ২শ’ মানুষের মৃত্যু হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে পঙ্গুত্ব বরণ করে ৩ লাখ ৮২ হাজার মানুষ।  

বিশ্বস্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে গ্যাটস এ জরিপ করে আসছে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সিরাজুল হক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, টোব্যাকো কন্ট্রোল ইউনিয়নের পরিচালক ড. গান কোয়ান, ডা. অরুপ রতন ও মোজাফ্ফর হোসেন পল্টু প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ধুমপানের অভ্যাস আছে। গ্রামে নারীদের তামাক ব্যবহারের প্রবণতা বেশি।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।