ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে অস্ত্র-গুলি উদ্ধার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
টেকনাফে অস্ত্র-গুলি উদ্ধার উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি

ঢাকা: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (১৪ আগস্ট) বিজিবি-২ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ আগস্ট) রাতে বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে কক্সবাজারের টেকনাফ উপজেলার নেটংপাড়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি দেশীয় তৈরি সার্টার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে আনোয়ার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পরে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি 
টেকনাফ থানায় হস্তান্তের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।