ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইয়াবা র‌্যাব হেফাজতে। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা বিক্রেতা নিহত হয়েছেন। তাদের কাছ থেকে ৪ লাখ ৪৪ হাজার পিস ইয়াবা ও চারটি দেশি ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলায় পানেরছড়া ঢালা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত দু’জন হলেন- লোহাগাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের আব্দুর শুক্কুরের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০) ও বড় হাতিয়া গ্রামের রাখাল রুদ্রের ছেলে রতন রুদ্র (৩১)।

 

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কমান্ডা মেজর মেহেদী হাসান ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের গুলিবিদ্ধ হওয়ার কথা বাংলানিউজকে জানান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
টিটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।