ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডোমারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
ডোমারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফ হোসেন (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে রুবেল নামে আরও এক শিশু।  

সোমবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের উত্তর জোড়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আলিফ ওই গ্রামের আহিম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশের পুকুরে তিন বন্ধু মিলে গোসল করতে নামলে আলিফ ও রুবেল পানিতে ডুবে যায়। এ সময় অপর বন্ধু হাবিব (৭) চিৎকার দিলে স্থানীয়রা আলিফকে মৃত ও রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক রুবেলকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান।

জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮ 
আরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।