ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বখাটেদের উৎপাত থেকে মুক্তি চান আমতলী শহরবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
বখাটেদের উৎপাত থেকে মুক্তি চান আমতলী শহরবাসী

বরগুনা: বরগুনার আমতলী পৌরসভায় বখাটেদের উৎপাত বেড়ে গেছে। স্কুল-কলেজগামী মেয়ে থেকে শুরু করে সর্বস্তরের মানুষই বখাটেদের কাছে প্রায় জিম্মি হয়ে পড়েছে।

বখাটেদের অনেকেই শহরের বিভিন্ন সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে মেয়েদের বিরক্ত করে।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে আমতলী উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় এ বিষয়টির সমাধান নিয়ে আলোচনা করা হয়।

শহরবাসীর অভিযোগ, নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সড়কে চলাচলরত মানুষ। যে কারছে অহরহ ঘটছে দুর্ঘটনা। আমতলী সরকারি একে স্কুল সড়ক, মহিলা কলেজ সড়ক, গালর্স স্কুল সড়ক ও আমতলী সরকারি কলেজ সড়কে বখাটেদের উৎপাত ব্যাপক হারে চোখে পড়ে।  

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।