ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ছিনতাই করা মালপত্র ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাপ্পী (২৫) নামে আরেক ছিনতাইকারী খুন হয়েছেন। 

সোমবার (১৩ আগস্ট) বিকেলে ভৈরব মেঘনা রেল সেতু এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত বাপ্পী (২৫) ভৈরব উপজেলার আমলাপাড়া এলাকার মো. মোবারক মিয়ার ছেলে।

 

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব মেঘনা রেল সেতু এলাকায় ঘুরতে যান আরিফসহ কয়েকজন সহপাঠী। এসময় কয়েকজন ছিনতাইকারী তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর সেসব ভাগ বাটোয়ারা করা নিয়ে ছিনতাইকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বাপ্পী নামে এক ছিনতাইকারীকে তারই দলের অন্য একজন ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।