ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চার জেএমবি সদস্য ৫ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
চার জেএমবি সদস্য ৫ দিনের রিমান্ডে

ঢাকা: সন্ত্রাসবিরোধ আইনের মামলায় রাজধানীর আব্দুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

চার জেএমবি সদস্য হলেন- মহিবুল ইসলাম, মোজাম্মেল হক ওরফে বিল্লাল, শামীম আহাম্মদ ও দেলোয়ার হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল আসামিদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

তবে আসামিপক্ষে কোন আইনজীবী ছিলেন না।  

এর আগে রোববার (১২ আগস্ট) দিনগত রাত পৌনে ৯টায় রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।