ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের প্রস্তুতি এগিয়েছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের প্রস্তুতি এগিয়েছে

ঢাকা: রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মিয়ানমারের প্রস্তুতির অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। তিনি বলেন, আমরা তাদের ফেরানোর বিষয়ে আশাবাদী। 

সোমবার (১৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

মিয়ানমারে চার দিনের সফর শেষে রোববার (১২ আগস্ট) ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রতিনিধি দল।

এই প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও ছিলেন।  

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মিয়ানমার সফরের বিষয়ে অবহিত করেন।  

শহীদুল হক বলেন, আমরা রাখাইনে রোহিঙ্গাদের জন্য তৈরি করা অবকাঠামো দেখেছি। বেশ কিছু অবকাঠামো ভারত সরকারের সহায়তায় সেখানে তৈরি হয়েছে। সেখানের প্রস্তুতির অগ্রগতি হয়েছে।

এক প্রশ্নের উত্তরে সচিব বলেন, রোহিঙ্গারা কবে নাগাদ ফিরতে পারবেন, সে বিষয়ে কোনো সময়সীমা আমরা এখনই বলতে পারছি না। তবে উভয়পক্ষই এ নিয়ে কাজ করছে।  

চারদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল গত ৯ আগস্ট মিয়ানমার যান। এই প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও ছিলেন। দু’দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠকের পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আবাসন সুবিধা, চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতিও দেখেছে প্রতিনিধি দল।

বাংলাদশে সময়: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।