ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৮ দিনের রিমান্ডে রংপুরের সেই চালক-হেলপার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
৮ দিনের রিমান্ডে রংপুরের সেই চালক-হেলপার দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ/ফাইল ফটো

রংপুর: রংপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চালক ও সহকারীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ দুই আসামিকে আদালতে উপস্থিত করে দশ দিনের রিমান্ড আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা মুক্তা আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যা ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় বাসচালক ইনসান আলী শানু (৩৮), তার সহকারী (হেলপার) বাদশা মিয়া (৩৫) ও বাসমালিক শরিফা বেগমকে আসামি করে রোববার রাতে কোতোয়ালি থানার এসআই ছকিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

 

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।