ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী নিহত 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
পাথরঘাটায় সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী নিহত 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ইঞ্জিনচালিত টমটমের ধাক্কায় মো. বেল্লাল ফরাজী (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

সোমবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বেল্লাল পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের মো. ইউনুছ ফরাজীর ছেলে।

আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম গৌরাঙ্গ হালদার (৫০)।  

প্রত্যদর্শীরা জানান, দুপুরে দু’জনকে মোটরসাইকেলে নিয়ে মঠবাড়িয়া থেকে পাথরঘাটায় যাচ্ছিলেন বেল্লাল। পথে ওই ইউনিয়নের মানিকখালী বাঁশতলা এলাকায় পৌছালে একটি ইঞ্জিনচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বেল্লাল মারা যান।  

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।