ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
কক্সবাজারে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত দুর্ঘটনাকবলিত রিকশা ও বাস, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় ধলা মিয়া (৩৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আসাদ নেওয়াজ নামে এক শিশু আহত হয়েছেন।

ধলা মিয়া ইসলামপুর ইউনিয়নের ভিলেজারপাড়ার মুসলিম মিয়ার ছেলে। আহত আসাদ নেওয়াজ ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

সোমবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিকশাচালক ধলা মিয়া ছাত্র আসাদকে নিয়ে বাসস্টেশন হয়ে ঈদগাঁও বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-০২৪৮) রিকশাটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ধলা মিয়া। আহত শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুলহাজারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।