ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে ৮৮৫ বোতল ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
বেনাপোল সীমান্তে ৮৮৫ বোতল ফেনসিডিল জব্দ বেনাপোল সীমান্তে থেকে জব্দ হওয়া ফেন্সিডিল। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৮৮৫ বোতল ফেনসিডিল জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে বেনাপোল সীমান্তের ঘিবা মাঠ থেকে চোরাচালানীদের ধাওয়া করে ফেনসিডিল গুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্তের ঘিবা এলাকার মাঠে অভিযান পরিচালনা করেন।

এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ভর্তি বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তার ভেতর থেকে ৮৮৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।  

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বাংলানিউজকে জানান, জব্দকৃত ফেনসিডিলগুলো যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।