ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মহেশখালীতে দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
মহেশখালীতে দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে দু’গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ আবদুল মালেক (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের দিনেশপুরপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। মালেক মহেশখালীর হোয়ানক পানিরছরা এলাকার বশির আহমদের ছেলে।

ঘটনাস্থল থেকে পাঁচটি দেশীয় তৈরি বন্দুক, ২০ লিটার চোলাইমদ ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, দুপুরে মহেশখালীর পাহাড়ি এলাকায় দু’গ্রুপের গোলাগুলি খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে উভয়পক্ষ পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহত মালেকের বিরুদ্ধে কক্সবাজারের মহেশখালী ও চট্টগ্রামের লোহাগাড়া থানায় বিভিন্ন অপরাধে আটটি মামলা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।