ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মশাবাহিত রোগ প্রতিরোধে সাভারে জনসচেতনতামূলক র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
মশাবাহিত রোগ প্রতিরোধে সাভারে জনসচেতনতামূলক র‌্যালি র‌্যালিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান। ছবি: বাংলানিউজ

সাভার: মশাবাহিত রোগ (ডেঙ্গু- চিকুনগুনিয়া) প্রতিরোধে সাভারে জনসচেতনতামূলক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি সাভার উপজেলা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময় মশা নিধন ওষুধ স্প্রে করা হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপত্বিতে সমবেশে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

র‌্যালিকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এমন সচেতনামূলক কর্মকাণ্ডই পারে মানুষকে সচেতন করে গড়ে তুলতে। এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে যথাস্থানে ফেলবে বলে অঙ্গীকার করেন তারা।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।