ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
কালীগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে পাথর বোঝাই ট্রাক থেকে ৩০ কেজি গাঁজা জব্দসহ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকা গাজীপুরের জয়দেবপুর এলাকার আশরাফ আলীর ছেলে ট্রাক চালক রাকিবুল ইসলাম (২১) ও লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারি গ্রামের মৃত শরিফুল ইসলাম শরিফের ছেলে হেলপার ইয়াছিন আলী (২০)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মণ্ডল বাংলানিউজকে জানান, বুড়িমারী থেকে পাথর বোঝাই একটি ট্রাকে গাঁজা আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে কালীগঞ্জ বাজারে ট্রাকটি আটক করা হয়। পরে ট্রাকের পাথরগুলো তল্লাশি করে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দসহ চালক ও হেলপারকে আটক করা হয়।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।