ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নৌবাহিনী প্রধানের সঙ্গে দুই কৃতি সাঁতারুর সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
নৌবাহিনী প্রধানের সঙ্গে দুই কৃতি সাঁতারুর সাক্ষাৎ নৌবাহিনী প্রধানের সঙ্গে দুই কৃতি সাঁতারুর সাক্ষাৎ। ছবি: আইএসপিআর

ঢাকা: আসন্ন ১৮তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী জাতীয় দলের দুই কৃতি সাঁতারু মোহাম্মদ মাহফিজুর রহমান ও খাদিজা আক্তার বৃষ্টি এবং কোচ নিবেদিতা দাস নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ আগস্ট) নৌসদর দফতরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিরা এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তা এবং পালেম্বাং শহরে অনুষ্ঠিত ১৮তম এশিয়ান গেমসে নৌবাহিনীর এ কৃতি সাতারুরা অংশগ্রহণ করবেন। দলটি আগামী ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশে রওয়ানা হবেন ও অংশগ্রহণ শেষে তারা ঢাকায় ফিরবেন ২৬ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।