ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদকবিরোধী অভিযানে মেহেরপুরে আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
মাদকবিরোধী অভিযানে মেহেরপুরে আটক ১৩

মেহেরপুর: মেহেরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচ বোতল ফেনসিডিল ও ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

রোববার (১২ আগস্ট) রাত থেকে সোমবার (১৩ আগস্ট) ভোর পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানের নির্দেশে সদর, গাংনী, মুজিবনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল এ অভিযানে অংশ নেন।

পুলিশ সুপারের কন্ট্রোলরুম সূত্র জানা গেছে, ফেনসিডিল ও গাঁজা জব্দের ঘটনায় পৃথক দু’টি মামলা হয়েছে। বিকেলে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।