ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

৯৬টি ডেটোনেটরসহ জেএমবির চার সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
৯৬টি ডেটোনেটরসহ জেএমবির চার সদস্য আটক ৯৬টি ডেটোনেটরসহ জেএমবির চার সদস্য আটক (প্রতীকী ছবি)

ঢাকা: রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম ৯৬টি ডেটোনেটরসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) চার সক্রিয় সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আটকেরা হলেন-মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার  হোসেন (৩৭)।

রোববার (১২ আগস্ট) দিনগত রাতে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী জানান, আটকরা জেএমবিতে নতুন সদস্য সংগ্রহের জন্য প্রচার ও নির্দেশনা প্রদান করতো। এছাড়া তারা ধ্বংসাত্মক কর্যকলাপ করার উদ্দেশ্যে উল্লিখিত বোমা তৈরির সরঞ্জাম মজুদ করেছিল।

তাদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু হয়েছে।  

সোমবার (১৩ আগস্ট) ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।