ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
বরিশালে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগারের হারুন (৫৫) নামে হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। 

রোববার (১২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে (মেডিসিন-২ ইউনিটে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হারুনের বাড়ি বরিশাল সদরের চরবাড়িয়া এলাকায়।

কারাগার সূত্রে জানা গেছ, ২০০১ সালের ২৯ মে থেকে হারুন কারাগারে রয়েছেন। চলতি বছরের ২৯ জুলাই শারীরিক অসুস্থতরা কারণে বরিশাল শেবাচিম হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন, মৃতের মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।