ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় ৪১২ জন পুনর্বাসিত ভিক্ষুককে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
মাগুরায় ৪১২ জন পুনর্বাসিত ভিক্ষুককে সহায়তা বিতরণের জন্য রাখা ব্যাটারিচালিত তিনটি ভ্যানগাড়ি। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা সদর উপজেলার ৪১২ জন পুনর্বাসিত ভিক্ষুকদের সহায়তা দেয়া শুরু হয়েছে। এ লক্ষে রোববার (১২ আগস্ট) সদর উপজেলা চত্বরে তিনজন ভিক্ষুককে ব্যাটারিচালিত তিনটি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা আবু সুফিয়ান।

বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, বুধবার (২২ আগস্ট) পবিত্র ঈদুল আজহা।

এর আগেই সদর উপজেলার ৪১২ জন পুনর্বাসিত ভিক্ষুককে পর্যায়ক্রমে দোকান ঘর নির্মাণ, মালামাল ক্রয়, হাঁস-মুরগি, গরু-ছাগল পালন ও ব্যবসাসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।