ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় শিক্ষকসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় শিক্ষকসহ আহত ৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রতিপক্ষের হামলায় দুই মাদ্রাসাশিক্ষকসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১২ আগস্ট) বিকেলে উপজেলার ছোট ফাউসা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ছোট ফাউসা গ্রামের মাওলানা আইয়ুব ও তার চাচা মজিবুরের সঙ্গে চার শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আইয়ুব দু’দিন আগে থানায় জিডি করেন। পুলিশ গিয়ে উভয়পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে। রোববার বিকেলে আইয়ুবের ভোগদখলকৃত জায়গা জোরপূর্বক মজিবুরের লোকজন দখল করতে যান। এতে আইয়ুবের লোকজন বাধা দিলে ফায়েজ, আওলাদ, গোলজার ও মজিবুরসহ ১০/১২ জন তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন।

একপর্যায়ে প্রতিপক্ষ মজিবুর পার্শ্ববর্তী গ্রাম সরাবদী মাদ্রাসায় গিয়ে শিক্ষক আইয়ুব ও তার ছেলে শিক্ষক কাওছারের ওপর হামলা করে গুরুতর আহত করেন।
 
আহতদের মধ্যে আইয়ুব, তার ছেলে কাউছার ও ভাই মোখলেছকে ঢামেকে ভর্তি করা হয়েছে। বাকি মোবারক ও আছমাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।