ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিঠামইনে বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
মিঠামইনে বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করছেন রেজওয়ান আহাম্মদ তৌফিক। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত একাডেমিক ভবনের (৩য় ও ৪র্থ তলা) উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ে এ ভবনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শাহিদ ভূইয়া, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দীপক কুমার মজুমদার, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, জেলা পরিষদের সদস্য সমীর কুমার বৈষ্ণবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।