ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গৌরীপুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
গৌরীপুরে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে তোফায়েল (১৫) নামে এক চালককে অজ্ঞান করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ ঘটনা ঘটে।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটির মেডিকেল অফিসার আকতার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই ছিনতাইকারী যুবক রোগী নেওয়ার কথা বলে অটোচালক তোফায়েলকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় তোফায়েলকে জুস খাইয়ে অচেতন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তিনি। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।