ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেঘনায় গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
মেঘনায় গোসল করতে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে ইয়াসিন (৭) ও বিন ইয়ামিন (৭) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

রোববার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়াসিন।

সে স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অপরজন একই এলাকার সালাউদ্দিনের ছেলে বিন ইয়ামিন (৭)। সে মুনলাইট কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ওই ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এ সময় স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে ঝাঁপ দেয় বিন ইয়ামিন। প্রচণ্ড স্রোতে সেও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।