ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: অস্ট্রেলিয়ার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছে। প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তার বিষয়ে পর্যবেক্ষণ করেছেন।

রোববার (১২ আগস্ট) ঢাকার অস্ট্রেলিয়া হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, অস্ট্রেলিয়ার সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা গত ৬-৯ আগস্ট কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা সফর করেছেন।

তারা এ সময়ে অস্ট্রেলিয়া সরকারের দেওয়া সহায়তা প্রকল্প পর্যবেক্ষণ করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তাদের এ দেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরিদর্শনকালে রোহিঙ্গাদের সম্পর্কে সংসদীয় প্রতিনিধি দলের সদস্য শায়েন নিউম্যান বলেন, তারা কঠিন ও চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে বসবাস করছে।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার রোহিঙ্গাদের জন্য ৭০ মিলিয়ন অস্ট্রোলীয় ডলার সহায়তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।