ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে পাইপগান-কার্তুজসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
ভৈরবে পাইপগান-কার্তুজসহ যুবক আটক পাইপগান-কার্তুজসহ যুবক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ মোহাম্মদ নাহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

রোববার (১২ আগস্ট) ভোরে উপজেলার নাটালের মোড় থেকে তাকে আটক করা হয়। দুপুরে তাকে মামলা দিয়ে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

 

মোহাম্মদ নাহিদুল ইসলাম বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার আওরাবুনি গ্রামের কেরামত মিয়ার ছেলে।  

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, ভোরে উপজেলার নাটাল মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিলো পুলিশ। এসময় একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।