ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কুবি শিক্ষার্থী ফারুককে বাঁচাতে প্রয়োজন ৬০ লাখ টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
কুবি শিক্ষার্থী ফারুককে বাঁচাতে প্রয়োজন ৬০ লাখ টাকা ফারুক আহমেদ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ বর্ষের মেধাবী শিক্ষার্থী ফারুক আহমেদ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। চিকিৎসার ব্যয়ভার মেটাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার সহপাঠী ও পরিবার।

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লুচনপুর গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ফারুক। বর্তমানে তিনি ক্রনিক মেলোইড লিউকেমিয়ায় (ব্লাড ক্যান্সার) আক্রান্ত।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিদ্রুত তার ‘বোন ম্যারো প্রতিস্থাপন’ প্রয়োজন। এতে অপারেশন, ওষুধপত্রাদি ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে তার পরিবারের পক্ষে এমন ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি চিকিত্সা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

ফারুক বাঁচতে চায়। চায় স্বাভাবিক জীবনে ফিরতে। সবার একটু সহযোগিতাই পারে ফারুকের জীবন প্রদীপ ফিরিয়ে দিতে।

ফারুকের জন্য আর্থিক সহযোগিতা পাঠাবেন-

হিসাব নং: ফারুক চিকিৎসা অর্থ তহবিল
হিসাব নম্বর- ০১০০১৪০৯১১৪১৫ (জনতা ব্যাংক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা)
বিকাশ- ০১৭৫১৬৭৮৫৭৯ (পারসোনাল)
রকেট- ০১৯৪৪৯০৯৯৬৮-০

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।