ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশকে সৌদি সরকারের ২শ’ মেট্রিক টন খেজুর উপহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
বাংলাদেশকে সৌদি সরকারের ২শ’ মেট্রিক টন খেজুর উপহার সচিবালয়ে খেজুর হস্তান্তর করছেন সৌদি দূতাবাসের কর্মকর্তারা-ছবি-বাংলানিউজ

ঢাকা: সৌদি আরব সরকার বাংলাদেশকে ২শ’ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের ডেপুটি কনসুলার সায়ীদ আল গাহতানী রোববার (১২ আগস্ট) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের সচিব শাহ কামালের সঙ্গে সাক্ষাৎ করে খেজুর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

সাধারণত প্রতি বছর রমজানের আগে সৌদি সরকার বাংলাদেশকে খেজুর উপহার দেয়।
 
বাংলাদেশের মানুষ সাধারণত রোজায় ইফতারের সময় খেজুর পছন্দ করে উল্লেখ করে রোজার আগেই এ উপহার দেওয়ার অনুরোধ করেন ত্রাণ সচিব।

ভবিষ্যতে রোজার আগেই খেজুর পাঠাতে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা।
 
ডেপুটি কাউন্সিলর বলেন, খেজুর উৎপাদন, প্যাকেট করাসহ বিভিন্ন কাজের জন্য এবার সব দেশে দেরিতে খেজুর বিতরণ করা হচ্ছে। আশা করছি আগামীতে রমজানের আগে আমরা খেজুর দিতে পারবো।
 
গত বছর ৫০ টন খেজুর দিয়েছিল দেশটি।
 
এ সময় উভয়পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন।
 
প্রাপ্ত খেজুর দুঃস্থ ও গরিব মানুষের জন্য উপজেলা পর্যায়ে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ত্রাণ) জাকির হোসেন আকন্দ।
 
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।