ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ আদালতে দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান-ছবি-বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আ‌দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ আগস্ট) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন।

একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত‌কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত মো. আনিছুর রহমান (৩৫) দিনাজপুরের ফুলবাড়ি থানার উত্তরকৃষ্ণপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদরের আমলাহার এলাকার মঞ্জুর হকের মেয়ে মৌসুমি আক্তারকে (২১) পারিবারিকভাবে বিয়ে করেন আনিছুর। পরে তারা গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়া বালুরমাঠ বস্তি এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ২০১৫ সালের ৫ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে ভাড়া বাসায় আনিছুর বটি দিয়ে কুপিয়ে মৌসুমিকে হত্যা করেন। পরে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার জন্য তিনি এলাকার লোকজনের কাছ থেকে টাকা উঠিয়ে এক নারীকে দিয়ে গোসল করান। এরপর মরদেহ নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।  পুলিশ ঘটনাস্থল থেকে আনিছুরকে গ্রেফতার করে এবং মরদেহ উদ্ধার করে।  

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম রাসেল বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন। তদন্ত শেষে আনিছুরকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট দাখিল করে টঙ্গী থানা পুলিশ। স্বাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রোববার আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষে মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম মামলা পরিচালনা করেন।

গাজীপুরের আদালতের পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।