ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শরীয়তপুর পাসপোর্ট অফিসে ‘বেল চাপুন’ সিস্টেম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
শরীয়তপুর পাসপোর্ট অফিসে ‘বেল চাপুন’ সিস্টেম পাসপোর্ট অফিসে ‘বেল চাপুন’ সিস্টেম চালু

শরীয়তপুর: শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিবন্ধীদের জন্য চালু করা হয়েছে ‘বেল চাপুন’ সিস্টেম।

রোববার (১২ আগস্ট) দুপুরে প্রতিবন্ধীদের জন্য ‘বেল চাপুন’ সিস্টেম উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।  

শরীয়তপুর পাসপোর্ট অফিসে সদ্য যোগদানকৃত সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান গ্রাহকদের সেবার মান বাড়ানোর জন্য এ উদ্যোগ নেন।

এ সিস্টেমে প্রতিবন্ধীরা বেল চাপলেই তার সেবায় হাজির হয়ে যাবেন কর্মকর্তারা। এছাড়া প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা কাউন্টার, পাসপোর্ট অফিসে আসা সেবা প্রত্যাশীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, মাতৃদুগ্ধ পান কক্ষ ও ডেলিভারি কাউন্টারে অপেক্ষমানদের বসার ব্যবস্থা করা হয়েছে।

আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, প্রতিবন্ধীরা বেল চাপলে আমাদের কর্মকর্তারা তার সেবায় হাজির হয়ে যাবেন। তাকে প্রয়োজনীয় সেবা দিবেন।

তিনি আরো বলেন, পাসপোর্ট অধিদপ্তরের মাধ্যমেই ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। পাসপোর্ট অফিস আগের অবস্থা থেকে বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়েছে। সেই ধারাবাহিকতায় সরকারের ইনোভেশনের অংশ হিসেবে আমরা এ পদক্ষেপ নিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।