ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ট্রাফিক সপ্তাহে নেত্রকোনায় ১৪২০ মামলা, জরিমানা ৫১ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
ট্রাফিক সপ্তাহে নেত্রকোনায় ১৪২০ মামলা, জরিমানা ৫১ লাখ লাইসেন্স চেক করছে পুলিশ। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: ট্রাফিক সপ্তাহে নেত্রকোনায় ১৪২০টি মামলা ও ৫১ লাখ ১১ হাজার ২৫ টাকা জরিমানা আদায় করেছে জেলা পুলিশ। জব্দ করা হয়েছে বিভিন্ন ধরনের ৪৫৪টি  যানবাহন।

ট্রাফিক সপ্তাহ শেষে রোববার (১২ আগস্ট) সকাল ৯টায় নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম আশরাফুল আলম বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, জনসাধারণ ট্রাফিক সপ্তাহের সুফল এরই মধ্যে পেতে শুরু করেছেন।

কাগজপত্র বিহীন যানবাহন থেকে জরিমানা আদায় করা হয়েছে ৫১ লাখ ১১ হাজার ২৫ টাকা। ১৪২০টির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৪৫৪টি যানবাহন।

ট্রাফিক সপ্তাহকে বেগবান করতে অভিযানের সময় আরো তিনদিন বাড়ানো হয়েছে।  

রোববার (০৫ আগস্ট) ট্রাফিক সপ্তাহ শুরু ও শনিবার (১১ আগস্ট) শেষ হয়। পরে ডিএমপি কমিশনার আরো তিনদিন ট্রাফিক সপ্তাহের কার্যক্রম বাড়ানোর ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।