ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২ ঘণ্টা পর সিলেটের সাথে রেল চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
২ ঘণ্টা পর সিলেটের সাথে রেল চলাচল স্বাভাবিক

মৌলভীবাজার: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে গাছ পড়ে ২ ঘণ্টা সিলেটের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শ্রীমঙ্গল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বাংলানিউজকে রেল চলাচলের খবর নিশ্চিত করেছেন।

শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে।

এর ফলে সিলেটের সঙ্গে ২ ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।

ট্রেনটির যাত্রী সুমন মিয়া বাংলানিউজকে বলেন, রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসে। রাত সাড়ে ১২টায় লাউয়াছড়া বনের মধ্যে মাগুরছড়ার নামক স্থানে রেললাইনের উপর গাছ পড়ে থাকায় ট্রেনটি আটকে যায়। পরে রেলওয়ের লোকজন গাছ কেটে লাইন ক্লিয়ার করে ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে নিয়ে আসেন।

এদিকে লাউয়াছড়াউ ট্রেন আটকা পড়ায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত ২টা ৫১ মিনিটে ভানুগাছ স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।