ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবেল মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছেন। ছিনতাইকারীরা রুবেলের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে।

শনিবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে কমলাপুরগামী তিস্তা এক্সপ্রেসের ছাছে এ ঘটনা ঘটে। আহত রুবেল মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত রুবেল মিয়া ঝালকাঠির নলছিটি উপজেলার আব্দুল হালিমের ছেলে। তিনি নারায়ণগঞ্জ পঞ্চবটী এলাকার বাসিন্দা।

বিমানবন্দর রেলস্টেশন থেকে কমলাপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে কমলাপুর যাচ্ছিলেন বলে জানান রুবেল। বিমানবন্দরে রেলস্টেশন পার হওয়ার পর ট্রেনের ছাদে ৪ ছিনতাইকারী হঠাৎ তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার দুই হাত, পেটে ও পায়ে আঘাত লাগে। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, ঢামেকের হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।