ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ: দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৫ ঘণ্টা পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে নাব্যতা সংকটের কারণে ফেরি বন্ধ রাখা হয়।

শনিবার (১১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে নৌরুটে চারটি কে-টাইপ ফেরি চালু হয়। ঘাট এলাকায় ২৫০ পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

 

বিআইডাব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, যাত্রীবাহী যানবাহন পারাপারের জন্য শিমুলিয়া ও কাঁঠালবাড়ি ঘাট থেকে চারটি কে-টাইপ ফেরি চালু করা হয়েছে। নাব্যতা সংকট না যাওয়া পর্যন্ত সীমিত আকারে ফেরি চলবে।  

খালেদ নেওয়াজ বলেন, নৌরুটে লৌহজং চ্যানেলে পলি জমে যাওয়ায় ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে। ২৫০ পণ্যবাহী ট্রাককে অন্য রুট ব্যবহার করে যাবার জন্য বলা হলেও তারা যায়নি। ঘাটে ছোট গাড়ির সংখ্যা কম। ধীরে ধীরে আমরা সেগুলো পারাপারের ব্যবস্থা করছি।

ড্রেজিং কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ২/৩ দিনের মধ্যে লৌহজং চ্যানেল সব ধরনের ফেরি চলাচলের জন্য উপযুক্ত করতে পারবে।  

বাংলাদেশ সময়: ০০৪৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।