ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে পিস্তল ও গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
বেনাপোলে পিস্তল ও গুলিসহ আটক ১ পিস্তল ও গুলিসহ আটক রিয়াত হোসেন

বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল সীমান্ত থেকে দুটি এয়ার পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ রিয়াত হোসেন (৩৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১আগস্ট) সন্ধ্যা ৭টায় বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রী চট্টগ্রামের গোয়ালখালী উপজেলার বদরখালী গ্রামের ওলি আহম্মদের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে বেনাপোল থেকে ঢাকাগামী পরিবহনে  এক যাত্রীর কাছে পিস্তল ও গুলি রয়েছে। পরে বিজিবি সদস্যরা আমড়াখালী বিজিবি চেকপোস্টে বাস থামিয়ে সন্দেহভাজন যাত্রীকে তল্লাশি করেন। এ সময় তার ব্যাগ থেকে দুটি এয়ার পিস্তল ও ১০০ রাউন্ড গুলি পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এ খবর নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।