ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংহতি যাত্রা নিয়ে ভারতীয় সাইকেল র‌্যালি বাংলাদেশে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
সংহতি যাত্রা নিয়ে ভারতীয় সাইকেল র‌্যালি বাংলাদেশে সংহতি যাত্রা নিয়ে আট ভারতীয় নাগরিকের বাইসাইকেল র‌্যালি বাংলাদেশে। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): রবি ঠাকুরের বিশ্বমানবতা বোধের ভাবনায় ভারত-বাংলাদেশ মৈত্রীর প্রয়াসে জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে সংহতি যাত্রা নিয়ে আট ভারতীয় নাগরিক বাইসাইকেল র‌্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন।

শনিবার (১১ আগস্ট) বিকেল ৫টায় বাইসাইকেল র‌্যালিটি ভারতের পেট্রাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে।  

সংহতি যাত্রার সামাজিক বার্তা হচ্ছে, কন্যা সন্তান বাঁচান, বিশ্ব উষ্ণয়নের বিরুদ্ধে গাছ লাগান আর বাংলা ভাষা ও সংস্কৃতিকে ভালোবাসুন।

সাত দিনের সফরে আসা আট ভারতীয় নাগরিকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও দেশের দর্শনীয় কয়েকটি স্থান পরিদর্শন করবেন। পরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা ভারতে ফিরবেন বলে জানা গেছে।

বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বাংলানিউজকে বলেন, এ ধরনের একটি সংহতি যাত্রা দুই দেশের মানুষের মধ্যে যেমন বন্ধুত্ব সম্পর্ক জোরদার করবে তেমনি পরিবেশের সুরক্ষায় মানুষকে সচেতন হতে আগ্রহী করবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এজেডএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।