ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢামেকের সামনে রিকশাকে প্রাইভেটকারের ধাক্কা, আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
ঢামেকের সামনে রিকশাকে প্রাইভেটকারের ধাক্কা, আহত ৩ আহত সোনিয়া আক্তার ও রিকশাচালক ফিরোজ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক গেটের সামনে প্রাইভেটকারের ধাক্কায় রিকশার আরোহীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ঘাতক প্রাইভেটকারচালক ইসমাইল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

শনিবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 আহতরা হলেন- সোনিয়া আক্তার (২৭) ও তার ছেলে শাহরিয়ার হোসেন রুদ্র (১৫) এবং রিকশাচালক ফিরোজ (২৮)।

আহত রুদ্র বাংলানিউজকে জানায়, তাদের বাসা নয়াবাজার এলাকায়। সকালে নিউমার্কেটে তার মায়ের আসে সে। সেখান থেকে রিকশায় করে নয়াবাজার যাওয়ার সময় ঢামেক হাসপাতালের প্রশাসনিক গেটের সামনের রাস্তায় এলে একটি প্রাইভেটকার সেটিকে পেছনে থেকে ধাক্কা দেয়। এতে চালকসহ সে ও তার মা আহত হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, আহত নারীর কপালে কেটে গেছে ও রিকশাচালকের শরীরের বিভিন্ন অংশ ছিলে গেছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক প্রাইভেটকারচালক ইসমাইলকে আটক রাখা হয়েছে।

প্রাইভেটকারচালক ইসমাইল বাংলানিউজকে জানান, গাড়ি মালিক ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে এক নারী চিকিৎসকের। তবে ঘটনার সময় গাড়িতে চিকিৎসক ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।