ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি: রাজধানীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে শহরের শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কানন আচার্যী, প্রদীপ চৌধুরী, এইচ এম প্রফুল্ল প্রমুখ।

সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা।  

এর আগে সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।