ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরকে শতভাগ স্কাউট জেলা ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
নাটোরকে শতভাগ স্কাউট জেলা ঘোষণা নাটোরকে শতভাগ স্কাউট জেলা ঘোষণা

নাটোর: এক হাজার ২৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর কুচকাওয়াজ ও সমাবেশের মধ্য দিয়ে নাটোর জেলাকে শতভাগ স্কাউট জেলা ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এ ঘোষণা দেন।  

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, দেশকে গড়তে হলে স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে আগে নিজেকে গড়ে তুলতে হবে।

সোনার বাংলা তখনই হবে যখন আমরা সবাই সোনার মানুষ হবো।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ও রাজশাহী বিভাগীয় স্কাউটস সম্পাদক মো. আমিনুল ইসলাম। নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad