ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে বাস খাদে পড়ে শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
গাজীপুরে বাস খাদে পড়ে শ্রমিক নিহত যাত্রীবাহী মিনিবাস খাদে। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল নারায়ণকুল এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে ওয়াসিম (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ শ্রমিক।

শনিবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াসিম ময়মনসিংহের ফুলপুর থানার সিঙ্গারচর এলাকার আব্দুর রশিদের ছেলে।

আহতদের পরিচয় জানা যায়নি।

পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল আলম বাংলানিউজকে জানান, টঙ্গী থেকে ১০ থেকে ১৫জন শ্রমিক নিয়ে একটি মিনিবাস কালীগঞ্জের উলোখোলা যাচ্ছিল। একপর্যায়ে সেটি পূবাইল নারায়ণকুল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১১ জন শ্রমিক আহত হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নিলে চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।