ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোবাইলে কথা বলার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
মোবাইলে কথা বলার সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

লালমনিরহাট: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় রায়হান মিয়া (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট- রংপুর মহাসড়কের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া গাইবান্ধার নলডাঙ্গা এলাকার বাসিন্দা।

তিনি সুপার স্টার কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা বাংলানিউজকে জানান, মোবাইল ফোনে কথা বলতে বলতে লালমনিরহাট আসছিলেন মোটরসাইকেল আরোহী রায়হান। পথে বিপরীত দিক থেকে একটি দুগ্ধবাহী গাড়ি তার সামনে চলে এলে মোবাইল ফোনটি রাখতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় ওই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান তিনি। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়।  


স্থানীয়দের সহায়তায় তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় গাড়িটি আটক করে পুলিশ।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।