ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ৪৫ কেজি রূপার গহনা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
সাতক্ষীরা সীমান্তে ৪৫ কেজি রূপার গহনা জব্দ রূপার গহনা (ফাইল ফটো)

সাতক্ষীরা: ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের পথে সাতক্ষীরা সীমান্তে ৪৫ কেজি রূপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (১১ আগস্ট) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে এসব গহনা জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সুবেদার মেজর মাহবুব বাংলানিউজকে জানান, ভারত থেকে রূপার একটি বড় চালান দেশে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রূপার গহনাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।