ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় দুই দল ডাকাতের মধ্যে গুলির ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
মাগুরায় দুই দল ডাকাতের মধ্যে গুলির ঘটনায় নিহত ১

মাগুরা: মাগুরার মহম্মদুপর উপজেলার রামপুর এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গুলির ঘটনায় আবুল বাশার নামে এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি পুলিশের।

শুক্রবার (১০ আগস্ট) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার মহম্মদুপর উপজেলার বিল্লুপাড়া গ্রামের গোলাম ছরোয়ারের ছেলে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার রাত ২টার দিকে রামপুর এলাকায় খোলা মাঠের রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে পুলিশ গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম আবুল বাশার। তার নামে চুরি ও ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।

দুই দল ডাকাতের মধ্যে গুলির ঘটনায় ডাকাত আবুল বাশারের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন ওসি তরিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।