ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে রেলপথ নেই, এই দুর্নাম এবার ঘুচবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
বরিশালে রেলপথ নেই, এই দুর্নাম এবার ঘুচবে ভবন উদ্বোধন করছেন নৌমন্ত্রী

পটুয়াখালী: ছোট থাকতে ভূগোলে পড়তাম, কোন জেলায় রেলপথ নেই? উত্তর, বরিশাল জেলায়। সেই দুর্নাম ঘোচাতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরিশালে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন হচ্ছে, যেটা আমাদের জন্য বিস্ময়কর খবর।

শুক্রবার (১০ আগস্ট) বিকেলে বরিশাল নদীবন্দর সংলগ্ন তিনতলা বিশিষ্ট বিআইডব্লিউটিএ পাইলট বিশ্রামাগার ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ একসময় খাদ্য আমদানি করতো, আর এখন রফতানি করছে।

২০২১ সালের মধ্যে দেশ শতভাগ বিদ্যুতায়িত হবে। আমরা নিজস্ব টাকায় পদ্মাসেতু নির্মাণ করছি।  

নদীপথ নিয়ে বলেন, বঙ্গবন্ধুর পরে কোনো সরকার ড্রেজার কেনেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ড্রেজার কিনে নদী খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের ২৪ হাজার কিলোমিটার নদীপথের মধ্যে ২০ হাজার ৪শ কিলোমিটার নদীপথ হারিয়ে গিয়েছিল। ইতোমধ্যে আমরা প্রায় দেড়হাজার কিলোমিটার নৌপথ উদ্ধার করেছি।  

তিনি বলেন, প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের দাবি ছিল বরিশালে মেরিন একাডেমি হোক। আমাকে স্বীকার করতে হচ্ছে তার দাবির পরিপ্রেক্ষিতেই বরিশালে মেরিন একাডেমি হচ্ছে, কিন্তু হিরণ আজ নেই।

এসময় মন্ত্রী ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। পাশাপাশি অতিরিক্ত যাত্রীবোঝাই করলে লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।  

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, নৌপরিবহন সচিব আব্দুস সালাম, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad