ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজশাহীর উন্নয়নে যা দরকার, প্রধানমন্ত্রী সব দেবেন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
রাজশাহীর উন্নয়নে যা দরকার, প্রধানমন্ত্রী সব দেবেন  রাজশাহী রেলস্টেশনে নেতাকর্মীদের নিয়ে কথা বলছেন লিটন/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর উন্নয়নে যা যা দরকার, প্রধানমন্ত্রী সব দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

শুক্রবার (১০ আগস্ট) রাত সোয়া ১০টায় রাতে ঢাকা থেকে ফিরে রাজশাহী রেলওয়ে স্টেশনে একথা জানান তিনি।

মেয়র লিটন বলেন, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আমাকে মেয়র নির্বাচিত করায় রাজশাহী মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের সব নেতাকর্মী ও নগরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।

একইসঙ্গে রাজশাহীর উন্নয়নে যা যা দরকার, যত প্রকল্প দরকার, সব দেওয়ার আশ্বাস দিয়েছেন।

‘রাজশাহীবাসীর আর কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী বলেছেন যখন রাজশাহীতে এখন দ্রুতগতিতে উন্নয়ন হবে। অল্পদিনের মধ্যেই রাজশাহীর উন্নয়ন শুরু হবে। ’

শুক্রবার রাতে সিল্কসিটি ট্রেনে ঢাকা থেকে রাজশাহী ফেরেন রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  

খায়রুজ্জামান লিটনকে রাজশাহীতে স্বাগত জানাতে স্টেশনে ভিড় জমান আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  

ট্রেন থেকে নেমে স্টেশনের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।  

এর আগে গত ৩ আগস্ট ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করেছিলেন লিটন। এক সপ্তাহের এ সফরকালে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। আর ৮ আগস্ট ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।  

গত ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত ও মহাজোট সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এসএস/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।