ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে স্ত্রী হত্যার দায় স্বীকার স্বামীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
হবিগঞ্জে স্ত্রী হত্যার দায় স্বীকার স্বামীর

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে স্ত্রী হত্যা মামলায় আটক জুয়েল মিয়া (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১০ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে এ জবানবন্দি দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, জবানবন্দিতে উল্লেখ করেছেন, প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ হতো।

এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে তিনি জোছনা নামে এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। পরে সেখানে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এরপরও প্রায়ই ফোনে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গত ৪ আগস্ট ঝগড়া কেন্দ্র করে ফাহিমাকে হত্যা করেন।

জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।