ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘায় দুই ভাইয়ের সংঘর্ষে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
বাঘায় দুই ভাইয়ের সংঘর্ষে নিহত ১

রাজশাহী: রাজশাহীর বাঘায় দুই চাচাতো ভাইয়ের সংঘর্ষে এক ভাই গুরুতর জখম হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।

শুক্রবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।

শামীম (২৮) নামে আহত অপর ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও সংকটাপন্ন।  

স্থানীয়দের বরাত দিয়ে বাঘা থানার পুলিশ পরিদর্শক হীরেন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোরাঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

জানা যায়, জমিজমার বিষয় নিয়ে মিস্টারের মা-বোনের সঙ্গে শামীমের বড় ভাই নজুর ঝগড়া বাধে। এসময় মিস্টার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র নিয়ে শামীমকে কুপিয়ে জখম করে। পাল্টা হামলা করে মিস্টারকেও কুপিয়ে জখম করে শামীম ও তার ভাইয়েরা। আহত দু’জনকেই প্রথমে বাঘা হাসপাতালে নেওয়া হয়।  

পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু পথেই মারা যান মিস্টার।  

বাঘা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার কান্তা বলেন, শামীরের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে পড়ে গেছে এবং ডান হাতের ওপরে ও পেটে গুরুতর জখম হয়েছে। আর মিস্টারের ডান পাসহ শরীরের বিভিন্ন জায়গায় কেটে গুরুতর জখম হয়।  

পুলিশ পরিদর্শক হীরেন্দ্র নাথ আরও জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছেন। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।  

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ