ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
ভৈরবে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে সোনালী আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) বিকেলে ভৈরবের মেঘনা ব্রিজ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোনালী আক্তার (১৮) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খুদিরজঙ্গল গ্রামের সবুজ মিয়ার মেয়ে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, শুক্রবার (১০ আগস্ট) বিকেলে ভৈরবের মেঘনা ব্রিজ রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে সোনালী আক্তার (১৮) নামে এক তরুণী।

পরে স্থানীয়রা এ খবর পুলিশকে জানালে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।  

শনিবার (১১ আগস্ট) সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।