ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয়সহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয়সহ আটক ৪ আটকরা

বাগেরহাট: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় দুই নাগরিকসহ ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড।  

শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় আটক চার জেলেকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানা থেকে এদের আটক করে কোস্টগার্ড।

এসময় তাদের ব্যবহৃত এফবি মিন্টু নামের একটি ট্রলার, ৬ বোতল মদসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ভারতের চব্বিশ পরগনার মাস্টারপাড়া গ্রামের কৃষ্ণপদ সানার ছেলে রনজিৎ সানা (৩৮), বৃদ্ধাবলী পাড়ার হরেন মজুমদারের ছেলে সত্যজিৎ মজুমদার (২১), বাংলাদেশের পিরোজপুর জেলার ধাবরী গ্রামের কেশব লাল দাসের ছেলে পরিমল দাস (৫৮) ও ঝালকাঠী জেলার শংকর ধবল গ্রামের মধুসুদন হালদারের ছেলে রমেশ চন্দ্র হালদার (৬৮)।  
শরণখোলা থানার উপ-পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) মহিদুল ইসলাম জানান, শুক্রবার ভোরে বলেশ্বর নদীতে নিয়মিত টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে ট্রলারটি আটক করে কোস্টগার্ড। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৬ বোতল বিদেশি মদ ও মাছ ধরার বেশ কিছু উপকরণ জব্দ করা হয়।  

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশ, সরকারি শুল্ক ফাঁকি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ  সময়: ২১১৮ ঘণ্টা,  আগস্ট ১০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।